
তিনি আরো বলেন, তাই জনগনের ম্যান্ডেট বিহীন দখলদার শেখ হাসিনা কাশ্মীরের স্বাধীনতা ও ভারতের চাপিয়ে দেয়া অাগ্রাসন প্রশ্নে ভারতের পাশে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী ১৮ কোটি জনগন কাশ্মীরের নির্যাতিত নিপীড়িত স্বাধীনতাকামী বিপ্লবীদের পাশে থাকবে।অাজ দলীয় কাযালয়ে দলীয় নেতাকমীদের সাথে মতবিনিময় কালে একথা বলেন, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ।
এসময় লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ অাল মেহেদী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, যুগ্ন মহাসচিব হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা,অার্ন্তজাতিক সম্পাদক মিরাজুল ইসলাম, নগর লেবার পার্টির প্রচার সম্পাদক অাবু সাঈদ, ছাত্রমিশন নেতা মেহেদী হাসান, ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।