Fri. Apr 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ :  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
একই দিনে সকাল সাড়ে ৯ টায় ‘এ’ ইউনিট এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর থেকে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
রবিবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ভর্তি পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নিয়াজ আহমেদ।
তিনি সাংবাদিকদের জানান, এ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগের কার্যক্রম শুরু হবে। বিভাগ দুটি- সমুদ্রবিজ্ঞান (আসন সংখ্যা ৩০টি) ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (আসন সংখ্যা ৩০টি)।
এদিকে এ-ইউনিটের ৯টি বিভাগের আসন সংখ্যা (৬১৩টি) অপরিবর্তিত থাকলেও নতুন বিভাগ চালু করায় এবং কয়েকটি বিভাগের কয়েকটি কিছু আসন বাড়ানোয় বি-ইউনিটের আসন সংখ্যা হয়েছে ৯৫০টি (আগে ৮৩৫টি আসন ছিল)।
এছাড়া ভর্তি বিষয়ক বিস্তারিত ও আবেদনের প্রক্রিয়া জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকে।