খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : ফ্রান্সের প্যারিসে মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানের হোটেল কক্ষ ভেঙে ঢুকে তাকে জিম্মি করে রেখেছে দুই সশস্ত্র বন্দুকধারী। সোমবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে। খবর পিপল ম্যাগাজিন, ডেইলি মেইল ও টিএমজেডের।
অজ্ঞাত পরিচয়ের এই দুটি লোক পুলিশি পোশাকে মুখোশ পরে কিমের কক্ষে ঢুকেছে বলে জানা গেছে। তবে ৩৫ বছর বয়সী এই তারকাকে তারা কোনো আঘাত করেনি বলে জানাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো।
কিমের মুখপাত্র ইনা ট্রেসিওকাস বার্তা সংস্থা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবরটি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিডৌস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে থাকা কিমের স্বামী সংগীতশিল্পী কানইয়ে ওয়েস্টের কাছে। তাই কনসার্টের মাঝামাঝি পারিবারিক কারণ দেখিয়ে দুঃখ প্রকাশ করে চলে গেছেন ৩৯ বছর বয়সী এই র্যাপার।
প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গত কয়েকদিন ধরে শহরটিতে অবস্থান করছেন কিম। তার সঙ্গে আছে তিন বছরের কন্যা নর্থ ও নয় মাস বয়সী পুত্র সেইন্ট। তবে তারা হোটেলে আছে কি নেই তা জানা যায়নি।