Fri. Apr 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : শিক্ষার প্রতি সরকার বিশেষ গুরুত্ব দিলেও কতৃপক্ষের অবহেলার কারনে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অবস্থিত কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাশ করছে। শ্রেণীকক্ষ ও আসবাবত্রের অভাবে একবেঞ্চে শিক্ষার্থীরা গাদাগাদি ভাবে বসে ক্লাস করছে ।শ্রেনীকক্ষ ও আসবাবপত্রের অভাবে বর্ষাও গ্রীস্ম কালে খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাশ করতে অনেক সমস্যায় পড়তে হয় শিক্ষাার্থীদের।
অত্র ১০/১২ কিলোমিটার এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকাবাসীর উদ্যোগে ২০০০ সালে কাঠালতলী উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়।প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর থেকে প্রতিবছর শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। প্রায় ৫শত শিক্ষাথী এ প্রতিষ্ঠানে অধ্যায়ন করেন। বর্ষাও গ্রীস্ম কালে খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাশ করতে অনেক সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীদের । নানাবিধ সমস্যায় জরার্জীণ হয়ে পড়েছে এই শিক্ষা প্রতিষ্টানটি।

শ্রেণীকক্ষ ও আসবাবত্রের অভাবে একবেঞ্চে শিক্ষার্থীরা গাদাগাদি ভাবে বসে ক্লাস করছে ।শ্রেনীকক্ষ ও আসবাবপত্রের অভাবে বর্ষাও গ্রীস্ম কালে খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাশ করতে অনেক সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীদের। খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাশ করতে ধুলা,বালি ও কাঁদাতে
পোশাক নোংরা হয়।
:
,প্রধান শিক্ষক মোঃ আনিসুল ম্সুদ,বলেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকারের শুভ দৃষ্টি কামনা করেন।প্রতিষ্ঠানের সমস্যা সমাধান হলে শিক্ষার্থীরা লেখা-পড়ায় আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন অনেকেই।