Tue. Oct 21st, 2025
Advertisements

8খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : ডামারের যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,সহকারী কমিশনার(ভূমী) ফুয়ারা খাতুন,ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,ডোমার থানার অফিসার্স ইনচার্জ আহমেদ রাজিউর রহমান,বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াদুদ,ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক,জাতীয় রিস্কা/ভ্যান শ্রমিকলীগের সভাপতি নুরল আমিন বাবলু,সহ-সভাপতি সিরাজুল ইসলাম,কাউন্সিলর এনায়েত হোসেন নয়ন,অহিদুল ইসলাম,আকতারুজ্জামান সুমন,মিজানুর রহমান টুলু,প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো,ডোমার অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওশন আলম পাপ্পু প্রমূখ। মতবিনিময় সভায় ডোমার শহরের যানজট নিরসনে বাসও ট্রাক ষ্ট্যান্ড অনত্র স্থানান্তরসহ বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করা হয়।