Tue. Oct 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। সেসময় তারা দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে চেয়ারপার্সন উপদেষ্টা মসিউর রহমান নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে তারা। এসময় পুলিশ তাদের বাঁধা দেয়।

পুলিশের বাঁধায় তাদের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়। পরে শহরের কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে।