Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : ভারতীয় সিনেমা থেকে পাকিস্তানি তারকাদের বিতাড়িত করার সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিকা করেছিলেন সালমান খান; বলেছিলেন, রাজনীতির সঙ্গে বিনোদনকে মিশিয়ে ফেলা ঠিক নয়। তারপর থেকেই একের পর এক সমালোচনার তীর ছুটে গেছে ভারতীয় এ অভিনেতার দিকে। এই তালিকার সর্বশেষ সংযোজন সংগীত শিল্পী অভিজিত ভট্টাচায্র্।

এক টুইটার পোস্টে এ সংগীত তারকা সালমান খানকে উদ্দেশ্য করে লিখেন, “পাকিস্তানি ও ভারতীয় তারকারদের একটি জায়গায় বেশ মিল রয়েছে। তা হলো দু’পক্ষই বলিউডের অর্থ-কড়ি ও যশ-খ্যাতিকে খুব ভালোবাসে। কিন্তু তাদের উচিত আগে দেশকে ভালবাসা।”
এ প্রসঙ্গে তিনি আরও লিখেন, “ফাওয়াদ খান একজন প্রকৃত দেশ-প্রেমিক। কারণ সে তার দেশের প্রতি সম্মান জানিয়ে ভারত ত্যাগ করেছে। অন্যদিকে বলিউড ছেয়ে গেছে সালমান খানদের মতো তারকাদের দিয়ে যারা তাদের দেশের বিরুদ্ধে কথা বলছেন।”
ইন্ডিয়ান টুডে জানায়, ‘মহারাষ্ট্র নাভনির্মান সেনা’র(এমএনএস)পর সম্প্রতি ভারতীয় মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন(আইএমপিপিএ) এর পক্ষ থেকেও পাকিস্তানি তারকাদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমন অবস্থায় পাকিস্তানি তারকাদের পক্ষে কথা বলায় সালমান খানের প্রতি বেশ ক্ষুব্ধ হয়েছেন এ দু’দল এর কর্তা-ব্যাক্তিরা।
শিবসেনার জনৈক এমপি সাঞ্জায় রাউত এক বক্তব্যে সালমান খানকে আক্রমণ করে বলেন, “এসব অভিনেতাদের উচিত দেশপ্রেম কাকে বলে সেটি আগে শেখা। আজকে তার পরিবারের কোনো সদস্য যদি মারা যেত তাহলে কি সে পাকিস্তানিদের পক্ষ নিয়ে এভাবে কথা বলতে পারতো?”
সামান খানের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এমএনএস-এর সভাপতি রাজ থ্যাকারেও।
তিনি বলেন, “সালমানের উচিত তার বাবা সেলিম খানের মতো চুপচাপ ঘরে বসে থাকা। পাকিস্তানি তারকাদের প্রতি নিষেধাজ্ঞা নিয়ে যদি তিনি অতিরিক্ত বাড়াবাড়ি করেন তবে তার ছবিও আমরা নিষিদ্ধ করে দিবো।”
উরিতে কাশ্মির-জম্মু শিবিরে পাকিস্তানি জঙ্গি-হামলায় ভারতীয় সেনা সদস্যদের নিহতের ঘটনায় পাক-ভারত রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে। ভারত ও পাকিস্তানের সিনে জগতেও এসেছে পড়েছে সে উত্তাপের আঁচ। ভারতীয় মিডিয়া থেকে পাকিস্তানি তারকাদের বিতাড়িত করার সিদ্ধন্ত নিয়েছে মুম্বাই ভিত্তিক এক প্রযোজক সংগঠন। এর পাল্টা জবাবে ভারতীয় সিনেমা ও টিভি চ্যানেল এর প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান।