খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : মুন্সিগঞ্জ : বিশ্ব বসতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি বনার্ঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সভা কক্ষে দিবসটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (শিক্ষা ও আইসিটি) হারুন-অর-রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন,ট্রাফিক পুলিশের সিনিয়র এএসপি আবুবক্কর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা, মুন্সিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবণীসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ। সভায় দিবসটির তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা হয়।