খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, বিলুপ্ত ছিটমহলের মানুষের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিতে পেরে আমরা গর্ববোধ করছি। আপনারা দীর্ঘ ৬৮ বছর অনেক কষ্ট করেছেন। আর কষ্ট করতে হবে না। এই স্মার্টকার্ড পাওয়ার মাধ্যমে আপনারা নাগরিক অধিকার পাবেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্মার্টকার্ড নারিগকত্ব পরিচয়ের অনন্য দলিল। আপনারা এটি যত্ম সহকারে রাখবেন। সরকার আপনাদের উন্নয়নে অনেক কিছু করছে।
দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস যৌথভাবে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান সালেউদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান নুরুল আমিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব বেগম জেসমিন তুলি, অতিরিক্ত সচিব ড. শাহজাহান, কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন- সহকারি অধ্যাপক মামুনুর রশিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা সুলতানা।