Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীরকে উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভারতের দালাল হওয়ার কোন রকমের প্রতিযোগিতায় আপনাদের নামার দরকার নাই। আর ভারতের যারা দালাল আছে তারা এমন জায়গায় নিজেদেরকে নামাতে পারে. যা আপনারা চেষ্টা করেও পারবেন না। বরং আপনাদের বাংলাদেশের কন্ঠস্বর হওয়ার চেষ্টা সব সময়ে অব্যাহত রাখবেন।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। “রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কারিগরি , অর্থনৈতিক এবং পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি” শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

রামপালের ব্যাপারে আপনারা যে ভূমিকা রেখেছেন, তা আমি প্রশংসা করি। আপনারা কখনোই এ ভূমিকা থেখে বিরত হবেন না। আপনারা ক্ষমতায় যান কি না যান এসব আপনাদের মাথায় রাখার দরকার নাই। যখন দেশের অস্থিত বিপন্ন হয়েছে।
সেখানে আপনাদের সবসময়ে কঠোর ভাবে কথা বলতে হবে।

তিনি বলেন, যাদের সন্তানরা এদেশে থাকেন না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশের মাটিতে আছে। যারা এদেশকে নিয়ে ভাবে না, তারা মনে করেন, আমাদের জেনারেশন এবং তাদের পরের জেনারেশন । বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ কোন রাষ্ট্র্রের দাসদাসীতে পরিনত হবে। বাংলাদেশ অনুন্নাত হবে তাতে তাদের কিছু যায় আসে না। শুধু মাত্রই তাদের পক্ষেই রামপালের পক্ষে কথা বলা সম্ভব। অন্যকারো পক্ষে সম্ভব নয়।

আসিফ নজরুল বলেন, একটি অদ্ভুত কথা বলা হয় যারা রামপালের বিরুদ্ধে কথা বলে তারা নাকি ভারত বিরোধী। আমার কথা হচ্ছে বাংলাদেশে সুলতানা কামাল, খুশী কবির, আনু মোহাম্মাদরা যদি ভারত বিরোধী হয়ে যায় তাহলে ধরে নিতে হবে যারা
ক্ষমতায় আছেন সেরকম কয়েক শত ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষই ভারত বিরোধী।

তিনি বলেন, এখানে কোন যুক্তির্তকের বালাই নাই। ইউনোস্ক থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটাও নাকি ভারত বিরোধীদের মতামতের প্রভাবিত হয়ে দেওয়া হয়েছে। আমাদের একটা কথাই বলার আছে রামপাল প্রজেক্টে অর্থনৈতিক , পরিবেশের ক্ষতি হবে। আমার নিজের কাছে মনে হয় রামপাল প্রজেক্টে বাস্তবায়নের হলে বাংলাদেশের অস্থিত ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, দুর্নীতির জন্য মহাক্ষেত্র বানানো হয়েছে রামপাল প্রকল্প। এই প্রকল্প নিয়ে কথা বললে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। কেউ কোন মন্তব্য না করে শেয়ার করলেই তার জন্য জেলের ব্যবস্থা আছে। সরকার বলে এই সরকার উন্নয়নের মূলমন্ত্র। আসলে এই সরকারের মূলমন্ত্র হল দুর্নীতি।

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, ড. সুকোমল বড়ুয়া , সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।