Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
20161004-aibl-21st-anniversary-pressখোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: দেশের মানুষকে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার ২১ বছর পূর্তি উদযাপন করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৪ অক্টোবর, ২০১৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু)। অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম, সদস্য বদিউর রহমান, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ নিয়াজ আহমেদ, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, ড. শফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন এবং ফারুক আহমেদ সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুরআন ও সুন্নাহ্র আলোকে আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এর প্রদর্শিত পথে ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করেছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৭ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে মতিঝিল শাখা উদ্বোধনের মাধ্যমে ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্পূর্ণরূপে দেশীয় মালিকানায় পরিচালিত ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৯৯৪.৩০ কোটি টাকা। দেশব্যাপী ১৩৭টি শাখা ও ৫১টি এজেন্ট আউটলেটের মাধ্যমে ব্যাংক জনগনকে আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে। অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৬ সালের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকের মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ২০ হাজার ৬১০ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ১৮ হাজার ৬২৫ কোটি টাকা। এছাড়া আমদানী ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ৮ হাজার ৪০০ কোটি এবং ৬ হাজার ৬০০ কোটি টাকা। উল্লেখিত সময়ে ব্যাংক ৮৯৪ কোটি টাকার বৈদেশিক রেমিটেন্স সংগ্রহ করেছে। শ্রেণীকৃত বিনিয়োগের ক্ষেত্রেও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে।