
কুরআন ও সুন্নাহ্র আলোকে আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এর প্রদর্শিত পথে ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করেছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৭ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে মতিঝিল শাখা উদ্বোধনের মাধ্যমে ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্পূর্ণরূপে দেশীয় মালিকানায় পরিচালিত ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৯৯৪.৩০ কোটি টাকা। দেশব্যাপী ১৩৭টি শাখা ও ৫১টি এজেন্ট আউটলেটের মাধ্যমে ব্যাংক জনগনকে আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে। অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৬ সালের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকের মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ২০ হাজার ৬১০ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ১৮ হাজার ৬২৫ কোটি টাকা। এছাড়া আমদানী ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ৮ হাজার ৪০০ কোটি এবং ৬ হাজার ৬০০ কোটি টাকা। উল্লেখিত সময়ে ব্যাংক ৮৯৪ কোটি টাকার বৈদেশিক রেমিটেন্স সংগ্রহ করেছে। শ্রেণীকৃত বিনিয়োগের ক্ষেত্রেও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে।