Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনা সদরে গিয়ে দেশটির প্রতিরক্ষা বাহিনীগুলোর যুদ্ধের প্রস্তুতি পর্যালোচনা করেছেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।

পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়, সোমবার আজাদ কাশ্মীরের মংলায় পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রাইক কোর সদর দফতর পরিদর্শন করেন জেনারেল। সেখানে জেনারেলদের সভায় তিনি যুদ্ধের প্রস্তুতি পর্যালোচনা করেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বিভাগ-আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, সভায় সেনাপ্রধান জেনারেল রাহিলকে অভিযানের প্রস্তুতির বিষয়ে কোর কমান্ডার লে. জেনারেল উমর ফারুক দুররানি অবহিত করেন।
এ সময় লাহোরের কোরের কমান্ডার লে. জেনারেল সাদিক আলী, পেশাওয়ার কোরের কমান্ডার লে. জেনারেল হিদায়েতুর রেহমান, গুজরানওয়ালা কোরের লে.জেনারেল ইকরামুল হক এবং মিলিটারি অপারেশনের ডিজি মেজর জেনারেল সাহির শামশাদ মির্জাও উপস্থিত ছিলেন।
পাক সেনাপ্রধান এক নম্বর কোর পরিদর্শনের মাধ্যমে ‘শত্রুপক্ষের’ বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তানের সামরিক বাহিনীর প্রস্তুত থাকার বিষয়ে পরিস্কার বার্তা দিয়েছেন বলে জানিয়েছে ডন।
স্ট্রাইক কোরের সাবেক কমান্ডার লে. জেনারেল (অব.) গোলাম মুস্তাফার মতে, পাক সেনাপ্রধানের মংলা পরিদর্শণ করা ‘ব্যাপক তাৎপর্যপূর্ণ’।
তিনি বলেন, সাধারণত সেনা সদরে অনুষ্ঠিত এ ধরনের বৈঠকের খবরের কথা জানানো হয় না। কিন্তু অন্যান্য কোরের কমান্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে যুদ্ধ প্রস্তুতি পর্যালোচনার খবর জানিয়ে ভারতকে পরিস্কার দেয়া হলো।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হন। এর জের ধরে ভারত-পাকিস্তানে তুমুল উত্তেজনা বিরাজ করছে।