খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদ সংলগ্ন দোতলা ভবন পানিতে ধসে পড়ার ঘটনায় নিখোঁজ শিশু সাজিন (৪) এর মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকর্মীরা। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে।
বুধবার (০৫ অক্টোবর) পৌনে ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার (০৪ অক্টোম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে এসে দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ, সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এসময় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে- ট্রাক ড্রাইভার জাহিদ (৪০), তার মেয়ে পিংকী (১১), গৃহ শিক্ষিক উম্মে হাবিবা রুনা (২২) ও সাজিদ হাসান (০৭)।
এদিকে এ ঘটনায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে। আর পুলিশ বাদী হয়ে ধ্বসে পড়া বাড়ীর বাড়ীর মালিক টিটুর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।