Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬:  যুক্তরাজ্যের খ্যাতনামা ‘রেড অ্যারোস’ বিমানদল পাকিস্তানের করাচিতে এসে পৌঁছেছে। পাকিস্তান বিমান বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে ডন অনলাইন।
বিবৃতিতে বলা হয়েছে, চৌকস এই বিমানদলের নেতৃত্বে রয়েছেন রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) স্কয়াড্রন লিডার ডেভিড।
তারা করাচির আকাশে বিমান নিয়ে চক্করের পর চক্কর দিয়ে নানা কসরত দেখান। করাচি শহরের বাসিন্দারা বিমানের এই কসরত উপভোগ করেন।
রেড অ্যারোস দল গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লিংকনশায়ার থেকে উড়াল দেয়। প্রায় আট হাজার মাইল পাড়ি দেয়ার পথে ১১ জায়গায় বিশ্রাম শেষে চীনের জুহাইতে পৌঁছায়।
সেখান থেকে সরাচি এলে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
বিমানবাহিনীর এই কসরত দল জুহাই আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে অংশ নেয়। তারা সেখানে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কসরত দেখায়। এরপর তারা হাওয়াক বিমানে করে করাচির উদ্দেশে রওনা দেয়।
করাচিতে এই চৌকস দলকে স্বাগত জানান দক্ষিণাঞ্চলের বিমান পরিচালনা পর্ষদের সহসভাপতি এয়ার ভাইস মার্শাল সালমান আহসান বুখারি এবং পাকিস্তানে নিয়োজিত ইউকে মিশনের ডেপুটি হেড স্টেভ ক্রসম্যান।
রেড অ্যারোস ১৯৬৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। পরে এই দলটি বিশ্বের চার হাজার জায়গায় তাদের কসরত দেখিয়েছে।