Fri. Apr 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
e11080fb4ebac9942058fd0b2a7479f3-mlite-staticnwsrm-final
খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬:  নিজেদের মেসেঞ্জার চ্যাট অ্যাপের ‘লাইট’ সংস্করণ উন্মোচন করেছে ফেসবুক। বিকাশমান স্মার্টফোন বাজারকে উদ্দেশ্য করে এই সংস্করণ তৈরি করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট।
যে সব দেশে ইন্টারনেট অবকাঠামো খুব একটা উন্নত না এবং নেটের গতি কম সে সব দেশের মানুষকে নিজেদের প্ল্যাটফর্মে টানতে নতুন সংস্করণটি আনছে ফেসবুক।
সোমবার থেকে কেনিয়া, তিউনেশিয়া, মালয়শিয়া, শ্রীলঙ্কা ও ভেনিজুয়েলার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারের নতুন সংস্করণটি ব্যবহার করতে পারবেন।
তবে অন্যান্য দেশের ব্যবহারকারীরা কখন থেকে নতুন সংস্করণের ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের সুযোগ পাবেন তা জানায়নি সংশ্লিষ্টরা।