Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, আইনশৃংখলা বাহিনী ইচ্ছা করলে জঙ্গিদের নির্মূল ও ধ্বংস করতে পারে। কিন্তু আমরা প্রাণহানী চাই না। প্রধানমন্ত্রী জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুরোধ করেছেন। আর যারা ফিরে আসবেন তাদের পুনর্বাসন করা হবে।

বুধবার দুপুরে বগুড়া শহরে শহীদ টিটু মিলনায়তনে র‌্যাব-১২ আয়োজিত ‘জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ এবং জঙ্গিদের আত্মসমর্পণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রের পরেও দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে অকার্যকর করতে কিছু তরুণ-যুবককে ভুল বুঝিয়ে জঙ্গি বানানো হচ্ছে। টার্গেট কিলিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মসজিদ-মন্দিরে হামলা করে হত্যা করা হচ্ছে। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।
তিনি বলেন, এর সঙ্গে কারা জড়িত তা বগুড়ায় আত্মসমর্পণকারী দুই জঙ্গির ভাষ্যতেই পরিষ্কার হয়েছে। এরা জামায়াত-শিবিরের লোকজন। এরা পবিত্র কোরআনের বিভিন্ন সুরার অপব্যাখ্যা দিয়ে তাদের বিপথে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে জঙ্গিদের চিহ্নিত করা হয়েছে; শিগগিরই আইনের আওতায় আনা হবে।
আসাদুজ্জামান খাঁন বলেন, মানুষ জঙ্গিবাদ পছন্দ করেন না; আত্মসমর্পণকারী দুই যুবক তা অপকটে স্বীকার করেছেন। ইতিমধ্যে যশোরে ৩ জন সঠিক পথে ফিরে এসেছেন; আরও অনেকে যোগাযোগ করছেন।
তিনি আরও বলেন, আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নই; দিন দিন মসজিদের সংখ্যা বাড়ছে; পুজা মণ্ডপও বৃদ্ধি পাচ্ছে। তিনি পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে জঙ্গিদের চিহ্নিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন।
র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ও বগুড়া কোম্পানি কমান্ডার মেজর এএফএম আজমল হোসেন খানের সঞ্চালনায় এ সমাবেশে অন্যান্যের মধ্যে বগুড়া সদরের এমপি নুরুল ইসলাম ওমর, র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, আত্মসমর্পণকারী জঙ্গি মাহমুদুল হাসান বিজয়ের মা আকতার জাহান, জঙ্গি আবদুল হাকিমের বড় ভাই আবদুল হালিম, জেলা ইমাম-মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আবদুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, র‌্যাব, পুলিশ, বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।