Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় আত্মসমর্পণ করে প্রতিশ্র“ত পুরস্কারের অর্থ নিয়েছেন দুই জঙ্গি।

বুধবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শেষে ‘নব্য জেএমবি’র এই দুই সদস্যের হাতে র‌্যাবের প্রতিশ্র“ত ৫ লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আত্মসমর্পণকারী দুই জঙ্গি হলেন, গাইবান্ধার সাঘাটা থানার হাটভরতখালী গ্রামের প্রয়াত সেকান্দার আলীর ছেলে মাহমুদুল হাসান বিজয় (২৩) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল হাকিম (২২)। এদের হাকিম হলি আর্টিজান বেকারিতে হামলাকারী খায়রুল ইসলাম পায়েলের ঘনিষ্ঠ বন্ধু।
অনুষ্ঠানে হাকিম বলেন, আমরা ভুল করে যে পথে গিয়েছিলাম, সেটা ছিল অন্ধকারের পথ। আমাকে তারা ইসলামী জিহাদের কথা বলে উৎসাহিত করেছিল। আমি ভুল বুঝতে পেরে ফিরে এসেছি। আমি জঙ্গিবাদে বিশ্বাস করি না। এ পথ থেকে সবার ফিরে আসা উচিৎ। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় সবার সাড়া দেওয়া উচিৎ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা পথভ্রষ্ট ও বিপথগামী হয়েছে, তারা ফিরে আসার জন্য যোগাযোগ করছে। শিগগিরই আরও জঙ্গি সদস্যরা আত্মসমর্পণ করবে। অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, শান্তির ধর্ম ইসলাম বিনা কারণে রক্তপাত সমর্থন করে না। শান্তির ব্যানার ব্যবহার করে যারা দেশে অশান্তি করছে, সেই শকুনিদের ডানা ও কলিজা ছিড়ে ফেলা হবে।
গুলশান ও শোলাকিয়ায় ঘরছাড়া তরুণদের জড়িত থাকার তথ্য উঠে আসার পর র‌্যাব-পুলিশ নিখোঁজ তরুণদের তালিকা প্রকাশ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার আহ্বান জানায়। র‌্যাবের পক্ষ থেকে ঘোষণা হয় পুরস্কার। র‌্যাব-১২ অধিনায়ক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।