খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনতে দেশটির সরকারের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী চলতি অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে অটোয়া যাবেন। এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রী ও অভিবাসন সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবেন। গত ১৭ সেপ্টেম্বর মন্ট্রিয়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়।
তখন দুই প্রধানমন্ত্রী নুর চৌধুরীকে ফেরত পাঠানোর উপায় খুঁজে বের করতে নতুন করে আলোচনার ব্যাপারে একমত হন। সে প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী কানাডা যাচ্ছেন। পাশাপাশি নূর চৌধুরীকে ফেরত আনার ব্যবস্থা খুঁজে বের করতে ও আলোচনা করতে কানাডার পররাষ্ট্র মন্ত্রীকে তিনি একটি চিঠি লিখবেন বলে জানা যায়।
প্রসঙ্গত, প্রায় ২০ বছর ধরে নূর চৌধুরী কানাডায় বসবাস করছেন। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তার রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন নাকচ করে দিয়েছে। বর্তমানে তার কোন স্ট্যাটাস নেই। কিন্তু বাংলাদেশে ফেরত এলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, এ যুক্তিতে তিনি সেখানে অবস্থান করছেন। দেশটির আইন অনুযায়ী কানাডার সরকারও তাকে বহিস্কার করতে পারছে না। সে জন্য দুই সরকার রাজনৈতিক পর্যায়ে বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে আলোচনা শুরু করছে।