Mon. Oct 20th, 2025
Advertisements

51খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: বহুদিন ধরেই সোনমের সঙ্গে একটা নাম জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। বলিউডপাড়ায় গুঞ্জন, তিনি নাকি দিল্লির একটি নামকরা ফ্যাশন ব্র্যান্ডের মালিকের সঙ্গে প্রেম করছেন।

আনন্দবাজার পত্রিকা বলছে, বহুবার নিজের সাক্ষাৎকারে ওই ফ্যাশন ব্রান্ডকে নিজের ‘প্রিয় ব্রান্ড’ বলে জানিয়েছেন সোনম। শোনা যাচ্ছে, সেই ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ইদানিং লন্ডনেই একসঙ্গ থাকছেন সোনম।
সম্প্রতি মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ভাই হর্ষবর্ধন কাপুরের ‘মির্জেয়া’ ছবির প্রচারে লন্ডনে গিয়েছেন সোনম। আর সেখানে গিয়ে কোনও হোটেলে না থেকে আনন্দের সঙ্গে ওর সেন্ট্রাল লন্ডনের বাড়িতেই রয়েছেন সোনম।
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, কিছুদিন আগেই আনন্দ মুম্বাইয়ে এসেছিলেন। তখন সারাক্ষণ সোনম ছিলেন ওর সঙ্গে। এই বিষয়ে সোনমের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।