Mon. Oct 20th, 2025
Advertisements
 
৫০ লক্ষের মাইলফলক ছুঁয়েছে ওয়াওবক্স
খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল অ্যাপ্লিকেশন ওয়াওবক্স কিছুদিন আগে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। গুগল প্লে স্টোরে অ্যাপটি পঞ্চাশ লক্ষ বার ডাউনলোড হয়েছে।এর মাধ্যমে অ্যাপটি বাংলাদেশে উদীয়মান ডিজিটাল যুগের পথিকৃৎ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো।
ওয়াওবক্স একটি জিরো ডাটা অ্যান্ড্রয়েড অ্যাপ।অ্যাপটির মূল কাজ হচ্ছে এদেশের মানুষের প্রতিদিনের জীবনে নিত্যনতুন লাইফস্টাইলের ছোঁয়া নিয়ে আসা।অ্যাপটিতে প্রতিদিন প্রকাশিত হচ্ছে নানা লাইফস্টাইল আর্টিকেল; সাথে আছে ফ্রি গেমস, গান, তাজা খবর, খেলার খবর, রেস্তোরা সহ ভিন্ন জায়গায় ডিসকাউন্ট অফারসহ অনেক কিছু।এই আর্টিকেলগুলো ওয়াওবক্সের নিজস্ব একদল প্রতিভাবান লেখক লেখিকা এবং  দৈনিক ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন, সাজগোজ ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়।
অ্যাপটি গ্রামীণফোন এবং নানা দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তাদের সেবাদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েও দাঁড়িয়েছে।এর ফলে ওয়াওবক্স গ্রামীণফোন এবং টেলিনরের “সবার জন্য ইন্টারনেট” ভিশনের মুখ্য প্রকল্প হ দাঁড়িয়েছে। “সবার জন্য ইন্টারনেট” প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষকে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি থেকে বের করে নিয়ে এসে ইন্টারনেটের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার উপযোগী করে গড়ে তোলা।