Mon. Oct 20th, 2025
Advertisements
nbmn
খোলা বাজার২৪,শনিবার,০৮ অক্টোবর, ২০১৬: মায়ের জিন-ই নির্ধারণ করে সন্তান কতটা চালাকচতুর বা বুদ্ধিমত্তার অধিকারী হবে । এক্ষেত্রে বাবার জিন এর কোনো ভূমিকা থাকে না বললেই চলে। নতুন এক গবেষণায় এই দাবি করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একদল গবেষক এ কথা জানিয়েছেন।
তাদের দাবি, এক্স ক্রোমোজোম থেকে সন্তানের মধ্যে বুদ্ধিমত্তাসম্পন্ন জিন প্রেরিত হয়ে থাকে। বাবার এক্স ক্রোমোজোমটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয়, ফলে মায়ের এক্স ক্রোমোজোম থেকে বুদ্ধিমত্তাসম্পন্ন জিন সন্তানের মধ্যে ‘ট্রান্সমিট’ হয়ে থাকে।