Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন সাব্বির রহমান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের অধিনায়ক সৌম্য সরকার।

সৌম্য আছেন দুই দলের স্কোয়াডেই। তবে সাব্বির খেলবেন শুধু প্রথমটিতেই।
টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ম্যাচ দুটির জন্য ১২ সদস্যের দুটি দল ঘোষণা করা হয়েছে শনিবার সন্ধ্যায়।
সৌম্য ছাড়াও দুই ম্যাচের স্কোয়াডেই জায়গা পেয়েছেন উঠতি প্রতিভাবান ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান, তরুণ ওপেনার সাদমান ইসলাম ও পেসার এবাদত হোসেন।
পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত খেলেছিলেন ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতেও। নজর কেড়েছিলেন ২ উইকেট নিয়ে।
ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ম্যাচে গত দুই মৌসুমেই রানের বন্যা বইয়ে দেওয়া শাহরিয়ার নাফীস খেলবেন প্রথম ম্যাচে। সবশেষ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচে।
টেস্ট দলে জায়গা পাওয়ার দাবিদার দুই পেসার রুবেল হোসেন ও আল আমিন হোসেন আছেন একটি করে ম্যাচের দলে।
আগামী ১৪-১৫ অক্টোবর ও ১৬-১৭ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হবে টানা দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ২০ অক্টোবর থেকে।
প্রথম ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সাদমান ইসলাম।
দ্বিতীয় ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হোসেন শান্ত, তানভির হায়দার খান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশীষ রায়, এবাদত হোসেন, সাদমান ইসলাম।