Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: ভারতে পাকিস্তানী শিল্পী কাজে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুখ খোলায় বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে প্রতিবাদে সামিল উত্তর প্রদেশের বিজেপির এক বিধায়ক ও তার সমর্থকরা। পোড়ানো হয়েছে সালমান খানের কুশপুত্তলিকা। সালমান তুমি দেশ ছাড়োএই বলে স্লোগানও দেওয়া হয়েছে।

সালমানের এই বিরুদ্ধে আন্দোলন কর্মসূচির মূল আয়োজক বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। এই প্রতিবাদের মূল বক্তব্য ছিল,’পাকিস্তানী শিল্পীরা ভারতে পারফম করলেই তাদের ধরে মারো। কারণ ওরা আমাদের ওপর আক্রমণ করছে।’
পাকিস্তানের অভিনেতাদের বলিউডে কাজ করতে দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছিলেন সালমান। বীণা মালিক থেকে বেশ কয়েকজন পাকিস্তান অভিনেতাদের বলিউডে আসার পিছনে সালমানের ভূমিকা আছে। এরপরই শুরু হয় জোর বিতর্ক। সলমনের সঙ্গে নরেন্দ্র মোদীর সুসম্পর্ক থাকলেও এই ইস্যুতে সল্লুভাইকে একহাত নিয়েছে বিজেপি, শিবসেনা, এমএনএস।
এমএনএস প্রধান রাজ ঠাকরে বলেছিলেন, ছবিতে নকল গুলি লাগে বলে সালমানের মৃত্যু হয় না। কিন্তু সেনা জওয়ানদের গায়ে আসল গুলি লাগে বলে তাদের মৃত্যু হয়।
উরি হামলার প্রত্যাঘাতে ভারতের সার্জিকাল অ্যাটাকের পর পাকিস্তানি কলাকুশলীদের বলিউডের কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়। তারপরই সালমান,সাইফ পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন। ইতোমধ্যেই বেশ কয়েকজন পাক শিল্পী দেশে ফিরে গিয়েছেন।