Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: নক্ষত্রের মহাপ্রয়াণ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে উদীচী বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠা কাপাসিয়া শাখার উদ্যোগে ৭ অক্টোবর শুক্রবার সকাল ১১:৩০ মিনিটে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা হয়েছে।
উদীচী কাপাসিয়া শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসীর সভাপতিত্বে আলোচনার সভার শুরুতে লেখকের সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া ডিগ্রি কলেজ উপাধ্যাক্ষ ও উদীচী সাবেক সভাপতি মো: আমজাদ হোসেন, উদীচী কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মন্জুরুল হক, লোহাদী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উদীচী অর্থবিষয়ক সম্পাদক আফরুজা সুলতানা, সঙ্গীত একাডেমির পরিচালক জাহাঙ্গীর হোসেন, বরুণ উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক ও উদীচী সহ সভাপতি মতিউর রহমান, সিপিবি কাপাসিয়া শাখার সম্পাদক ছিদ্দিকুর রহমান ফকির, সঙ্গীত একাডেমির শিক্ষক মোজাম্মেল হক, উদীচী সদস্য প্রভাষক বাশির উল্লাহ, প্রভাষক জহিরুল হক , রফিকুল ইসলাম সেলিম, প্রমুখ।
উল্লেখ গত ২৭ সেপ্টেম্বর ২০১৬ খ্রি: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ইন্তেকাল করেছেন।