Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ অংশের ১০ নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল থাকবে।

এছাড়া পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে খাতা দেয়া হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে ‘বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত শিক্ষার মানোন্নয়নে পরামর্শক কমিটি’র সভায় এ সিদ্ধান্ত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ সভা হয়।
এতে সিদ্ধান্ত হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সৃজনশীলে ৬০টি প্রশ্নই থাকবে। তবে যেসব বিষয়ে ব্যবহারিক নেই, সেসব বিষয়ে ৩০টি অবজেকটিভ এবং যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে ২৫টি অবজেকটিভ প্রশ্ন থাকবে।
এছাড়া বিকল্প প্রশ্নের বিকল্প বাড়িয়ে দেয়া, ৫ মিনিটের পরিবর্ত ১৫ মিনিট আগে এমসিকিউ এবং মূল পরীক্ষার খাতা দেয়ার সিদ্ধান্ত হয়।
সভায় পরীক্ষা পদ্ধতি সহজ ও পাঠ্যপুস্তক সহজ করার পরামর্শ দেন বিশিষ্ট শিক্ষাবিদরা।
এ সময় ছাত্রছাত্রীদের ঠিকমত পড়াশুনারও পরামর্শ দেন তারা।