Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: এরই মধ্যে দুটি সিনেমায় অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চলতি বছর এখন পর্যন্ত এ অভিনেত্রীর কোনো সিনেমা মুক্তি না পেলেও ডিসেম্বরে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘তুই আমার’ ও ‘তুই আমার রানী’ শিরোনামের এ সিনেমা দুটির শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমা দুটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি দেয়া হবে। সিনেমা দুটির কাজই ভালো হয়েছে। আশা করছি, দর্শক দেখে মুগ্ধ হবেন। তবে কোন সিনেমাটি আগে মুক্তি পাবে তা এখনই বলতে পারছি না।’

নির্মাতা সূত্রে জানা যায়, সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমাটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। কলকাতার প্রলয় ভট্টাচার্যের চিত্রনাট্যে এতে মোট পাঁচটি গান রয়েছে। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন কলকাতার শ্রী প্রিতম। নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।

মিষ্টি জান্নাতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘তুই আমার’ শিরোনামের চলচ্চিত্রটি।