Mon. Oct 20th, 2025
Advertisements

%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81খোলা বাজার২৪, বুধবার, ১২ অক্টোবর, ২০১৬: পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল রাজধানীতে স্বতঃস্ফূর্তভাবে চলছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো বের হয়।

এদিকে, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীজুড়ে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারি করছেন পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্যরা।

হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী একজন জানান, এ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে নিরাপত্তা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। মিছিলে অংশগ্রহণকারীরা নিরাপত্তাবোধ করছেন।

এদিকে রাজধানীর ফার্মগেট থেকে বের হওয়া তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন গ্রিন রোড থেকে আসা সৈয়দ মুসাব্বিরুল হক। তিনি বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় এবার বেশি নিরাপত্তা পেয়েছি।

গত বছর তাজিয়া মিছিলের আগে হোসেনি দালানের ইমামবাড়ায় বোমা হামলার ঘটনা ঘটে। এ বছর যেন তার পুনরাবৃত্তি ঠেকাতে এবার ব্যাপক নিরাপত্তা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বলেন, শিয়া সম্প্রদায়ের লোকজন ধর্মীয় এ উৎসবটি যেন নিরাপদে পালন করতে পারেন সেজন্য রাজধানীর প্রতিটি পয়েন্টেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মিছিলটি সম্পূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।