খোলা বাজার২৪, বুধবার, ১২ অক্টোবর, ২০১৬: ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক জজ বাটলার। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের জন্য প্রথমে ব্যাটিংয়ে নামতে হচ্ছে টাইগারদের। দুপুর দুটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার টস সম্পন্ন হয়।
আজ বাংলাদেশ দলে খেলছেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।