Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
anu-400x225

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে(01629967551) পাঠানো বার্তায় তাকে এ হুমকি দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম- ফেসবুকে ক্ষুদে বার্তাটি স্ট্যাটাস আকারে প্রকাশ করেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি লিখেছেন, গত রাত ১টার দিকে 01629967551 নম্বর থেকে পাঠানো এক বার্তা পেলাম। এর হুবহু : ‘Death keeps no calendar, and Ansatullah knows no time!’

অধ্যাপক আনু মুহাম্মদ সুন্দরবনের রামপাল পারমাণুবিক বিদুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আসছেন। এছাড়া দেশীয় স্বার্থ রক্ষায় প্রতিবাদি স্বর হিসেবে সমাদৃত।

আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়ায় ইতিমধ্যে ফেসবুকে নিন্দা ঝড় ওঠেছে। অনেকে সেখানে আইনি সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন।