খোলা বাজার২৪, শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬: বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করে অবশেষে চলে গেলেন থাইল্যান্ডের রাজা ভূমিবল অতুল্যতেজ। রাজভবন সুত্র জানায়, বৃহস্পতিবার তিনি ইহলোক ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘ ৭০ বছর তিনি থাইল্যান্ডের রাজার দায়িত্ব পালন করেন।
রাজপ্রাসাদ সুত্র জানায়, থাইল্যান্ডের স্থানীয় সময় বেলা ৩টা ৫২ মিনিটে তিনি শ্রীরাজ হাসপাতাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিবৃতিতে বলা হয়, তার ইহলোক ত্যাগ ছিল শান্তিময়। রাজা ভূমিবলের মৃত্যুতে দেশটির পার্লামেন্টে বিশেষ সভার আয়োজন করা হয়।
দেশটিতে গণতান্ত্রিক শাসনব্যাবস্থা প্রবর্তনের পরও তার ভূমিকা ছিল চোখে পড়ার মত। থাইল্যান্ডের নানা রাজনৈতিক শঙ্কটে তার হস্তক্ষেপ এবং পরামর্শ পরিস্থিতি উত্তরণে সাহায্য করে। অবশ্য গত কয়েক বছর যাবত তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ফলে জনসমক্ষেও আসছিলেন কম।
তিনি এমন এক সময়ে দেহত্যাগ করলেন যখন দেশটিতে চলছে সামরিক শাসন। ২০১৪ সালে এক অভ্যূত্থানের মধ্য দিয়ে সামরিক সরকার থাইল্যান্ডের ক্ষমতাগ্রহণ করে। এর আগে গত রোববার রাজপ্রাসাদ থেকে জানানো হয়, রাজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এরপর থেকেই তার বাসভবনের সামনে জমায়েত হন অসংখ্য মানুষ।
১৯২৭ সালের ৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন রাজা ভূমিবল। ১৯৪৬ সালে তাঁর রাজ্যাভিষেক ঘটে। চক্রি রাজবংশের নবম রাজা হিসেবে অধিষ্ঠিত ভূমিবলকে দেশটির অধিকাংশ নাগরিকই মহারাজা হিসেবে সম্বোধন করতেন।
এদিকে থাইল্যান্ডের রাজা ভূমিবল অতুল্যতেজ-এর মুত্যৃতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগাম খালেদা জিয়া।