Mon. Oct 20th, 2025
Advertisements

jinping_shadhinbangla24

খোলা বাজার২৪, শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬: ঢাকা পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী এয়ার চায়নার বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে চীনা প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানাবেন।

সংবর্ধনার অংশ হিসেবে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানবাহিনীর দু’টি জেট শিং জিনপিংকে বহনকারী বিমানকে এসকর্ট করে নিয়ে আসে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে চীনা প্রেসিডেন্টকে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হবে।

প্রায় তিন দশক পর চীনা কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন। তার আগে ১৯৮৬ সালে বাংলাদেশে এসেছিলেন চীনের প্রেসিডেন্ট লি জিয়ান নিয়ান।

শি জিন পিংয়ের সফরকে নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে সম্ভাব্য ২৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক হতে পারে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সফর ঘিরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনা প্রেসিডেন্টের সফর দু’দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করবে।

শি জিনপিংয়ের সঙ্গে সফরে তার নয়জন মন্ত্রী ছাড়াও সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মী রয়েছেন।

শি জিনপিংকে স্বাগত জানাতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা টানানো হয়েছে। রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পোট্রেট।