খোলা বাজার২৪, শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬:
টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী না থাকায় এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। নতুন করে বৃষ্টি না হলে দ্বিতীয় দিন ইংল্যান্ড ও বিসিবি একাদশ ৪৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে।
শুক্রবার সকাল ১০টার দিকে ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস এসে মাঠ পর্যবেক্ষণ করেন। বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানান, বৃষ্টি থাকায় মাঠ খেলার উপযোগী না থাকার ব্যাপারটি ইংল্যান্ড দল বুঝতে পেরেছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে কাল খেলা হবে।”