খোলা বাজার২৪, শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬: সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার সকাল সোয়া ৯টায় শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওয়ানা দেবেন চীনের প্রেসিডেন্ট।
সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।