Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

remit-card-launching
খোলা বাজার২৪ মঙ্গলবার, ১৮অক্টোবর, ২০১৬: সাউথইস্ট ব্যাংক লিমিটেড প্রবাসী রেমিট্যান্স গ্রহীতাদের জন্য সংযুক্ত আরব আমীরাতস্থ ওয়ার্ল্ড ওয়াইড ক্যাশ এক্সপ্রেস এর সহযোগিতায় “সাউথইস্ট-ক্যাশ এক্সপ্রেস রেমিটকার্ড” নামে একটি নতুন আর্থিক সেবা পন্যের প্রবর্তন করেছে।

সাউথইস্ট ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন এবং ওয়ার্ল্ড ওয়াইড ক্যাশ এক্সপ্রেস এর প্রধান বেনি ডা কস্তা উপস্থিত থেকে “সাউথইস্ট-ক্যাশ এক্সপ্রেস রেমিটকার্ড” সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এস. এম. মঈনুিদ্দন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কো¤পানি সচিব মুহাম্মদ শাহজাহান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ রেমিট্যান্স মোঃ আমীর হোসেন ভূইয়া সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই রেমিট কার্ডের মাধ্যমে রেমিট্যান্স গ্রাহকগণ বিশ্বের যে কোন স্থান হতে প্রেরিত টাকা মুহূর্তে গ্রহন করতে পারবেন। টাকা জমার খবর গ্রাহক এসএমএস এর মাধ্যমে তৎক্ষনাৎ পাবেন। রেমিট কার্ড গ্রহীতাকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে আসার প্রয়োজন হবেনা। এই রেমিট কার্ডের মাধ্যমে যে কোন এ টি এম থেকে টাকা উত্তোলন, কেনাকাটা, ব্যালেন্স ট্রান্সফারসহ ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা পাওয়া যাবে।

মান সম্পন্ন প্রবাসী সেবা নিশ্চিত করণে সাউথইস্ট ব্যাংক এ ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে থাকল।