
মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনার পর গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, রাতে স্ত্রী পারভীন এবং তার বড় বোন রেখাকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বাধীন। পথিমধ্যে দুর্বৃত্তরা স্বাধীনকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে গেলে স্ত্রী ও তার বড়বোনও আহন হন। এরপর তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে গভীর রাতে আইসিইউতে স্বাধীনের মৃত্যু হয়।
স্বাধীনের ভাগ্নে আশরাফুল ইসলাম জানান, স্বাধীন মনির ফতুল্লা থানার আওয়ামী জনতা লীগের সভাপতি।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।