খোলা বাজার২৪, বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬: সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর কার্ড হোল্ডার, নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও পরিজন/পোষ্যদের হ্রাসকৃত মূল্যে চিকিৎসা সুবিধা প্রদানের জন্যে কর্পোরেট হেলথ কেয়ার চুক্তি স্বাক্ষর করল ল্যাবএইড। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর বিপণন, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান জনাব আজম খান ও ল্যাবএইড হসপিটালস্ লি: এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আল ইমরান চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশন ও ল্যাবএইড এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।