Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার,২০ অক্টোবর, ২০১৬: চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। এবার চা বিক্রেতা থেকে রাতারাতি মডেল হয়ে গেলেন পাকিস্তানের এক যুবক।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আরশাদ খান নামক এক চা-ওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। শুধু পাকিস্তানেই নয়,ভারতে সহ সারা বিশ্বে এখন সে আলোচিত একজন ব্যক্তি।

কারণ একটাই – আরশাদ খান নামে ইসলামাবাদের রাস্তার পাশের এই চায়ের দোকানের মালিক খুবই সুদর্শন। নীল রঙা চোখের এই যুবক চা বানাতে বানাতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, এই রকম একটি ছবি কোনো একজন ক্রেতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। টুইটারে তার এই ছবি শেয়ার করছে এবং মন্তব্য করছে মূলত ভারত এবং পাকিস্তানের হাজার হাজার মেয়ে।

অনেক নারী এমন মন্তব্যও করছেন, এই চা-ওয়ালা তার চায়ের চেয়েও হট অর্থাৎ গরম। আবার অনেকে লিখেছেন, আরশাদই পারেন ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে।

এক পাকিস্তানী যুবক তার টুইটার পাতায় ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং আরশাদ খানের ছবি পাশাপাশি রেখে পোষ্ট করেছেন। প্রধানমন্ত্রী মোদীর ছবির ওপরে লিখেছেন- ভারতের চাই-ওয়ালা, এবং আরশাদের ছবির ওপরে লিখেছেন- পাকিস্তানের চাই-ওয়ালা। তার পোষ্টের শিরোনাম ছিল- ‘সার্জিকাল স্ট্রাইক ফ্রম পাকিস্তান’।

দক্ষিণ এশিয়ার বাইরে থেকেও টুইটারে অনেকে মন্তব্য করছেন। মাইকেল কুগলম্যান নামে একজন লিখেছেন, ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমিত হয়েছে, ইসলামাবাদের একজন চা-বিক্রেতা এখন সবচেয়ে হট-টপিক। পাকিস্তানের একাধিক টিভি চ্যানেল এই চা বিক্রেতাকে খুঁজে বের করে তার সাক্ষাৎকার প্রচার করছে