Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
musfiq-press-brief-130410-0_7978_0-gif

খোলা বাজার২৪, বৃহস্পতিবার,২০ অক্টোবর, ২০১৬: চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে উইকেট রক্ষক হিসেবে নির্বাচকরা পছন্দ করেছেন নুরুল হাসান সোহানকে। অধিনায়ক মুশফিকুর রহিমকে সম্ভবত থাকছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই। কিন্তু বুধবার তিনি জানালেন উইকেট কিপিং করার ইচ্ছার কথা। কারণ ঐ কাজটাই বেশি উপভোগ করেন মুশি।

বাংলাদেশের সর্বশেষ কয়েকটি টেস্টে উইকেট রক্ষক হিসেবে মুশফিকের দায়িত্ব পালন করেছেন লিটন দাস। তেমনটা অবশ্য চোটের কারণে হয়েছিল বলেই বুধবার ম্যাচে আগে শেষ দিনের অনুশীলন শেষে জানালেন মুশফিক। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘সেই সময়ে আঙ্গুলে একটু ব্যথা ছিল। আর টেস্টে যেহেতু দীর্ঘ সময় কিপিং করতে হয় তাই আমার জায়গায় লিটন ছিল। কিন্তু আমি এখন একেবারে ফিট। কিপিং করতে কোনো সমস্যা নেই। তবে সবকিছু টিম ম্যানেজমেন্ট ইচ্ছার উপর নির্ভর করছে। তারা যদি মনে করে আমি কিপিং করলে দলের ভালো হবে, তাহলে সমস্যা নেই।’

অবশ্য টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘ম্যানেজমেন্ট যদি মনে করে, আমি কিপিং না করলে দলের জন্য ভালো হবে তাহলে কেবল ব্যাটিংয়েই মনোযোগ দেব।’

বেশ কিছুদিন ধরে ফর্মের বাইরে রয়েছেন মুশফিক। টাইগারদের মিডিল অর্ডারের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান রান খরায় ভুগছেন। এছাড়া উইকেট রক্ষক হিসেবে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ইংলিশদের বিপক্ষে টেস্টে নিজেকে ফিরে পাবেন বলে আশাবাদী ৪৮ টেস্টে ২,৬৫০ রান করা এই ক্রিকেটার।

বাংলাদেশ দলের অধিনায়ক আশাবাদী তার দল নিয়েও। দীর্ঘ সময় ম্যাচের বাইরে থাকা ও পরিসংখ্যানে ইংলিশদের তুলনায় যোজন যোজন পিছিয়ে থাকার পরেও সম্ভাবনা দেখছেন তিনি। মুশফিক বলেন, ‘এসব নিয়ে ভাবতে গেলে কেবল পিছিয়েই পড়তে হয়। তাই শুধু খেলার দিকে মনোযোগ দিচ্ছি। আমদের শুধু টেস্ট খেলা হয় কিছুদিন। তবে দলের সবাই কিন্তু খেলার মধ্যেই ছিল