Mon. Oct 20th, 2025
Advertisements

du_40826

খোলা বাজার২৪, বৃহস্পতিবার,২০ অক্টোবর, ২০১৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ১ম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ দুপুরে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
মোট ১০ হাজার ২৪৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮ হাজার ৪২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর মধ্যে ২০৮ জন উত্তীর্ণ হয়েছে। এ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ১৩৫ টি।
পাশকৃত ছাত্র ছাত্রীদের আগামী ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দ ক্রমে ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংশ্লিট কোটায় ফরম পূরণ করে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষার জন্য নির্ধারিত ফি পরিশোধ করে ২০ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রাপ্ত বিভাগ তালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার বিস্তারিত ফলাফল জানতে admission. eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।এছাড়া যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU CHA (roll no) টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএস এ ফলাফল জানা যাবে।