Mon. Oct 20th, 2025
Advertisements

images

খোলা বাজার২৪, শুক্রবার, ২১অক্টোবর, ২০১৬: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। আগামী ৭ অথবা ৮ নভেম্বর দুই দিনে মধ্যে যে কোন একদিন সমাবেশ করার জন‌্য সোহরাওয়ার্দী উদ্যান ব‌্যবহারের অনুমতির ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

ন্যূনতম জনসভা করার অধিকার চাই দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাদের দলীয় কর্মসূচি পালন করছে, তা আমরা চাই না। আমরা ন্যূনতম জনসভা করার অধিকার চাই। আশা করি, সরকার আমাদের সহযোগিতা করবেন। সমাবেশ ছাড়াও দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি।

আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেবেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। দাওয়াত দেয়ায় আমরা খুশি হয়েছি। তবে আমাদের কাউন্সিলে তাদের দাওয়াত দিয়েছিলাম তারা আসেননি। তারা আসলে আমরা খুশি হতাম।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু।