Mon. Oct 20th, 2025
Advertisements
শুধু লেবুর শরবত নয় প্রতিদিন খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণে লেবু, লেবু দিয়ে তৈরি পানীয় এবং লেবু চা বাড়তি মেদ ঝেরে ফেলতে বিশেষ উপকারী। ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুল সুন্দর করতে এবং শরীর সতেজ রাখতেও লেবু কাজ করে। তবে উপকারীতার পাশাপাশি লেবুর রস পানে কিছু ক্ষতিকর দিকও রয়েছে।