Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
dfhfdyhrfy
খোলা বাজার২৪, শুক্রবার, ২১অক্টোবর, ২০১৬:

কয়েক দিন আগের কথা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক্সপ্রেশন দিয়েছেন, নেচেছেন ও সংলাপ বলেছেন বড় পর্দার নবাগত মুখ শবনম বুবলী। তার সংলাপ, নাচ ও অভিনয় দর্শক হৃদয়ে এরই মধ্যে ভালো লাগার জায়গা করে নিয়েছে। দর্শকের বাইরে বিভিন্ন গণমাধ্যমে নানা বিষয়ে কথা বলার ফাঁকে বুবলীর বেশ প্রশংসা করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গত ঈদে ‘শুটার’ ও ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলী। ছবি দু’টি মুক্তির পর বেশ সাড়াও পেয়েছেন এ অভিনেত্রী। কিছুদিন পর শুরু করছেন নতুন আরেকটি ছবির কাজ। ছবির নাম ‘মা’। কালাম কায়সার পরিচালিত এ ছবিতে প্রথম ভাগে অপু বিশ্বাস ও শাকিব খান অভিনয় শুরু করেন। তবে মাঝে নানা কারণে এ ছবির কাজ আর শুরু না হওয়ায় নতুনভা

বে এর গল্প লেখা হচ্ছে। আর অপু বিশ্বাসের জায়গায় অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে বুবলী মানবজমিনকে বলেন, ‘মা’ ছবির কাজ সামনে শুরু করতে যাচ্ছি। গত সপ্তাহে এ ছবির চুক্তিপত্র সাইন করেছি। ছবিটির গল্প মাকে ঘিরেই। এমন একটি ছবিতে কাজের সুযোগ হয়ে বেশ ভালো লাগছে। তবে এ ছবির গল্পেও আনতে হয়েছে কিছুটা পরিবর্তন। ধারাবাহিকতা ঠিক রেখেই গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন ছটকু আহমেদ। আগামী সপ্তাহ থেকে নতুন করে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অভিষেকের আগে থেকেই দর্শকরা বুবলীকে গ্রহণ করেছেন। কারণ, মুক্তির আগেই গানের ভিডিও দিয়ে আলোচনায় চলে আসে তার অভিনীত ‘বসগিরি’ ছবিটি। ইউটিউবে মুক্তি পাওয়া ছবির গানগুলো বেশ প্রশংসা পায়। বিশেষ করে ‘বুবলী’ নামের গানটি মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মাথায় প্রায় নব্বই হাজারেরও বেশিবার দর্শক দেখে ফেলেন। এটাও একটা বড় অর্জন বলে মনে করেন বুবলী। অপু বিশ্বাসের পর অন্য কোনো জনপ্রিয় নায়িকাকে না নিয়ে সংবাদ পাঠিকা বুবলীকে কেন নায়িকা করা হলো এ নিয়ে নানা প্রশ্ন দর্শক-সমালোচকদের। তবে বুবলী জানিয়েছেন, শাকিব খান নিজে তাকে ফোন করে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরিচালক শামিম আহমেদ রনি তার পরিবারকে বুঝিয়ে ছবিতে কাজ করার বিষয়ে আগ্রহী করেন বুবলীকে। সবশেষে ছবিতে কাজ শুরু করেন বুবলী। আর কাজ করার পর বেশ সফলতাও পেয়েছেন তিনি। অনেকের মতে, শাকিব খানের পরের বেশ কিছু ছবিতে জুটি হিসেবে বুবলী কাজ করবেন। শোনা যাচ্ছে বুবলীর সঙ্গেই শাকিব খান চাইছেন তার নতুন জুটি তৈরি হোক। তবে কয়েকদিন ধরে অনেক সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন বুবলী কি বিবাহিত, তার ঘরে কোনো সন্তান আছে কিনা। গতকাল এ বিষয়ে বুবলী স্পষ্ট ভাষায় সকলের উদ্দেশ্যে বলেন, আমি প্রেম করিনি, বিয়ে করিনি, বাচ্চা নেই, শাশুড়ি হইনি, নানী হইনি। বর্তমানে প্রেম করছি না, বিয়ে নিয়ে ভাবছি না। এখন আমি শুধুই চলচ্চিত্র নিয়ে ভাবছি। আমার ভাবনা এখন কিভাবে দর্শকদের কিছু মানসম্পন্ন কাজ উপহার দেয়া যায়। ভবিষ্যতে প্রেম করলে, বিয়ে করলে সকলকে জানাবো। কারণ, মিডিয়ার মানুষও মানুষ। তাই তাদেরও ব্যক্তিগত সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। জানাবো এজন্যই বলছি, কারণ তারকাদের পেশাগত বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত বিষয়গুলোও দর্শক-ভক্তরা জানতে বেশ আগ্রহী। কারো সম্পর্কে ঠিকঠাক না জেনে লিখে দেয়াটাও ভিত্তিহীন সংবাদ বা অপপ্রচার বলে মনে করেন বুবলী। তবে যে যাই বলুক, এখন বেশ সুসময়ে ঢালিউডে পথ হাঁটছেন বুবলী। সামনে আরো ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিয়ে তার এ চলার জায়গাটা আরো শক্ত করতে চান।