খোলা বাজার২৪, শনিবার, ২২ অক্টোবর, ২০১৬: আজ আওয়ামী লীগের সম্মেলনকে র্যাব পুলিশ ও ডগ স্কোয়াডের সম্মেলন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আলাল বলেন,সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগ ঢাকা শহরে এমন অবস্থা সৃষ্টি করেছে মনে হচ্ছে সম্মেলন তাদের নয়, র্যাব, পুলিশ,ও ডগ স্কোয়াডের সম্মেলন, আর এ সম্মেলনের সভাপতি হবেন, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক হবেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তারা এখন থেকেই পথে পথে চেকপোস্ট বসিয়ে সাধারণ জনসাধারণকে হয়রানি করছে।
কাউন্সিলে নেত্রী যাকে যে পদ দিবে সে সেই পদই পাবে বৃহস্পতিবার দেওয়া সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে আলাল বলেন,আপনাদের নেত্রীই যদি সব পদ দিতে পারেন তাহলে চাঁদাবাজি করে জনগণের পকেট কেটে এত বড় কাউন্সিল করার কোনো অর্থই হয় না।
কাউন্সিলে বিএনপিকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে আলাল বলেন, আমরাও আওয়ামীগকে কাউন্সিলে আমন্ত্রণ জানিয়ে ছিলাম তারা যায়নি এমনকি ফোন করে দু:খ ও প্রকাশ করেনি। তবে বিএনপি তাদের মত দল নয়। আওয়ামী লীগের কাউন্সিল আমরা কি করি দেখেন। আওয়ামী লীগকে অভিশপ্ত রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আয়োজক সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,বিএনপি নেতা রকিবুল ইসলাম রিপন,শাহ মো: মাসুম বিল্লাহ প্রমুখ।