Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
6bc2eb960059405ac10b3ff7ba7fdc2e-kabir-hossain_40
খোলা বাজার২৪, শনিবার, ২২ অক্টোবর, ২০১৬: বিজ্ঞাপনচিত্রের মডেলিং কিংবা নাটকে অভিনয়- এ দুইয়ের ক্ষেত্রে বরাবরই বাছবিচার করে কাজ করেন আলোচিত মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। তাই সবসময় পর্দায় উপস্থিতি মেলে না তার। ভালো মানের কাজ না হলে বিনয়ের সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দেন সুজানা। আর যে কারণে গত দুবছর ধরে নতুন কোনো বিজ্ঞাপনের কাজ করেননি তিনি। তবে সমপ্রতি আবারো নিয়মিত হয়েছেন সুজানা। নতুন দুটি বিজ্ঞাপনের কাজ করলেন জনপ্রিয় এ মডেল-অভিনেত্রী। আর এ দুটোরই নির্মাতা অমিতাভ রেজা। গত ১৭ থেকে ১৯শে অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিও এবং সাভারে বিজ্ঞাপন দুটির শুটিং সম্পন্ন হয়েছে। একটি হলো ভিউলা কুকিং ওয়েল ও অন্যটি হলো মোবিল ইঞ্জিন ওয়েলের বিজ্ঞাপন। এতে তার সহশিল্পী হয়েছেন আরেক নাট্যনির্মাতা আশফাক নিপুণ। নতুন এ বিজ্ঞাপনচিত্র দুটি প্রসঙ্গে সুজানা বলেন, বেশ দারুণ কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপন দুটি নির্মাণ করা হয়েছে। দুটি কাজই উপভোগ্য ছিল। আমি যেমনটা চাই। আর বিশেষ করে অমিতাভ রেজা ভাইকে নির্মাতা হিসেবে ও আশফাক নিপুণকে সহশিল্পী হিসেবে পেয়ে খুবই ভালো লেগেছে। আমার মনের মতো ছিল কাজ দুটি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে। এ মুহূর্তে অভিনয় না করলেও আগামী কয়েকদিনের মধ্যে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন সুজানা। নতুন কয়েকটি নাটকের কাজে হাত দেবেন বলেই জানান এই মডেল অভিনেত্রী।