Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার,  ২৩ অক্টোবর, ২০১৬:  ইরাকের মসূলে আইএস জঙ্গিরা ২৮৪ পুরুষ ও কিশোরকে হত্যা করে গণকবরে লাশগুলোকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে মেইল অনলাইন নিউজ। ইরাকে জোট বাহিনীর বিরুদ্ধে শত শত পুরুষ ও ছেলেদের আত্মরক্ষার কৌশল হিসেবে ব্যবহার আসছিল আইএস।

আইএস জঙ্গীরা কৃষি শহরটির পরিত্যাক্ত একটি কলেজে বলডুজার দিয়ে একটি গণকবর খনন করে লাশগুলিকে মাটিচাপা দেয়। এদের মধ্যে শিশুসহ কমপক্ষে ২৮৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এদিকে আইএস জঙ্গিরা কথিত এই ইসলামিক রাষ্ট্রে ৫৫০টির মত পরিবারকে যুদ্ধে মানবডাল হিসেবে ব্যবহার করার পর তাদের এখন বাড়ী ছাড়া করছে। জোট বাহিনীর সাথে ইরাকের মসূলে যুদ্ধের সময় তাই গ্রামবাসিরা সাদা পতাকা হাতে নিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টায় ব্যাস্ত।

দেখুন ছবিতে…

399A6F6500000578-3858322-image-m-22_1477131109869

3996C90B00000578-3858322-image-a-18_1477068956127

399A6D8900000578-3862022-image-m-40_1477132752942

399A6DE800000578-3862022-image-m-43_1477132771855

399378A700000578-3858322-image-a-4_1477036112609

3993875700000578-3858322-image-a-2_1477036106135

399705B400000578-3858322-image-a-19_1477068967339

398B10B200000578-3854866-image-m-16_1476960086273

3997698800000578-3858322-image-a-8_1477082812061

398AC94700000578-3858322-The_fight_began_on_Monday_after_months_of_preparation_They_will_-a-11_1477129974726

3997FEED00000578-3858322-image-a-18_1477083090141

সূত্র: ডেইলি মেইল