Mon. Oct 20th, 2025
Advertisements
110103_58খোলা বাজার২৪, রবিবার,  ২৩ অক্টোবর, ২০১৬: আওয়ামী লীগের প্রেসিডিয়ামের ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয় জন নতুন মুখ। এছাড়া চার জন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন আবদুর রহমান। কোষাধ্যক্ষ পদে আছেন এইচএম আশিকুর রহমান। নতুন কমিটির প্রেসিডিয়াম সদস্যরা হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আবদুর রাজ্জাক, নূরুল ইসলাম নাহিদ, এডভোকেট সাহারা খাতুন, আবদুল মান্নান খান, পিযূষ ভট্টাচার্য, রমেশ চন্দ্র সেন, ফারুক খান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকছেন মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।