Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
14712868_935541406579697_1490757656765330314_oখোলা বাজার২৪, রবিবার,  ২৩ অক্টোবর, ২০১৬: আজ সকাল ১০ টায় শ্রীনগরের সমষপুর গ্রামে প্রয়াত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম এর জন্মদিনে তাঁর কবর জিয়ারত এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মিসেস চাষী নজরুল, গণ সংস্কৃতি দল সভাপতি এস. আল-মামুন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ নেতা হান্নান মজুমদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, পরিচলক সাজেদুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যবর্গ।