খোলা বাজার২৪, সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬: দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ অাওয়ামী লীগের সদ্য সমাপ্ত জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভানেত্রী ও ওবায়দুল কাদেরকে সাধারন সম্পাদক মনোনীত করায় প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ২০ দলের অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ অাল মেহেদী।
নেতৃদ্বয় বলেন, অামরা মনেকরি নবনির্বাচিত নেতৃত্ব গনতান্ত্রিক চিন্তা ও চর্চার ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে মনোযোগী হবেন। প্রশ্নবিদ্ধ সংসদ ভেঙ্গে দিয়ে গনতান্ত্রিক ভাবে অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন দেয়ায় ভুমিকা রাখবে। হত্যা গুম খুন ও বিচারবহিভুত হত্যা বন্ধ করতে দৃঢ় পদক্ষেপ নেবে। লেবার পার্টি দেশের কল্যানে অাওয়ামী লীগের নতুন নেতৃত্ব অারো গতিশীল ভুমিকা রাখবে বলে অাশাবাদী।