খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬:
ডাব্লিউটিএ’র ফাইনাল ম্যাচ জিততে মরিয়া ছিলেন রুশ তারকা সভেতলানা কুজনেৎসোভা। তবে আ্যগনিয়েস্কা রাডওয়ানস্কার বিরুদ্ধে কিছুতেই যেন এঁটে উঠতে পারছিলেন না।
আর এই না পারার ক্ষোভ গিয়ে পড়ে কুজনেৎসোভার নিজের সাধের পনি টেইলে। আর যায় কোথায়, একজনের কাছ থেকে কাঁচি ধার নিয়ে কেটেই ফেললেন চুল।
গত শনিবার ম্যাচের তৃতীয় সেটে এই হতভম্ব ঘটনার জন্ম দেন কুজনেৎসোভা। সুন্দর পনিটেইল করা চুলের গুচ্ছ গোড়া থেকে কেটে ফেলেন তিনি।
খেলা শেষে এ ঘটনার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, খেলায় ভালো শট খেলার সময়ই বাগড়া দিচ্ছিল বেণী করা চুলের গুচ্ছ। চুলের গোছা বার বার চোখে আঘাত করার কারণে খেলতে পারছিলেন না তিনি।
‘তখন আমার মনে হলো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমার চুল, যা আবার বড় হবে, নাকি এই ম্যাচ?’
এই প্রশ্নের জবাবে চুল কাটারই সিদ্ধান্ত নেন তিনি।
শেষ পর্যন্ত অবশ্য তিন ঘণ্টার লড়াই শেষে নাটকীয় জয় পেয়েই মাঠ ছাড়েন কুজনেৎসোভা।