Mon. Oct 20th, 2025
Advertisements

33kখোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬: অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আইফোন শুধু পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফোন নয়, এই ফোনের যথেষ্ট কদরও রয়েছে। আইফোন সেভেনের দাম শুরুই হচ্ছে ৭৫ হাজার টাকা থেকে। কিন্তু সত্যিই কি এই ফোনের এত দাম হওয়ার সঙ্গত কোনো কারণ রয়েছে?
সম্প্রতি চিপওয়ার্কস নামের একটি তথ্যপ্রযুক্তি সংস্থা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছিল এবং তাদের অনুসন্ধানের পরিণামে সামনে এসেছে বিস্ময়কর তথ্য।

চিপওয়ার্কসের বিশ্লেষণ অনুযায়ী, আইফোন গ্রাহকদের প্রায় ৯০ শতাংশই ফোনটিকে ব্যবহার করেন এর ক্যামেরাটির জন্য। আইফোন সেভেনের ক্ষেত্রে এই ক্যামেরাকে কার্যকর করে যে সেন্সর, লেন্স ও প্রসেসিং হার্ডওয়্যার, তা বানাতে অ্যাপেলের মোট খরচ হয় ২৬ ডলার (২১০০ টাকার মতো)। ব্যাটারির জন্য খরচ হয় ৪ ডলার (৩২০ টাকার মতো)।

টাচস্ক্রিন তৈরির খরচ ৩৭ ডলার (২৯৬০ টাকার কাছাকাছি), আর মেমোরি এবং স্টোরেজের জন্য কোম্পানির ব্যয় হয় ৩৮ ডলার (প্রায় ৩০৪০ টাকা)। চিপওয়ার্কসের বিশ্লেষণ অনুযায়ী, প্রতিটি আইফোন সেভেনের সেট তৈরিতে স্বাভাবিকভাবে ব্যয় হয় প্রায় ২৭৫ ডলার অর্থ্যাৎ ২২ হাজার টাকার মতো।

চিপওয়ার্কস যে হিসাব দিয়েছে তা অবশ্য আইফোনের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে তৈরির হিসাব। কিন্তু যে ফোনের অংশগুলোতে আলাদা আলাদাভাবে তৈরিতে মোট ২২ হাজার টাকার মতো ব্যয় হয়, সেই ফোনের বাজারি দাম ৭৫ হাজার টাকা কীভাবে হতে পারে, স্বভাবতই সেই প্রশ্ন উঠেছে।

তবে কি আইফোনের প্যাকেজিং বা ডিস্ট্রিবিউটিং কস্ট এতটাই বেশি যে শেষমেষ সেই ফোনের দাম পৌঁছে যায় ৭৫ হাজারের কাছে, নাকি সবটাই কোম্পানির লভ্যাংশ বাড়ানোর কৌশল মাত্র!